পরিস্থিতি খারাপ হলে দিনে ৬৫ হাজার আক্রান্তের শঙ্কা

সিলেট মিরর ডেস্ক


মে ১০, ২০২০
০৭:১৪ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
০৭:২৩ পূর্বাহ্ন



পরিস্থিতি খারাপ হলে দিনে ৬৫ হাজার আক্রান্তের শঙ্কা
- বিবিসিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে। এরকম পরিস্থিতিতে লকডাউন শিথিল করেছে সরকার। ফলে বাড়তে পারে সংক্রমণ ঝুঁকি। দেশে করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিত খুব খারাপ হলে দিনে কমপক্ষে ৬৫ হাজার মানুষ সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের কাছে দুই ধরনের বিশ্লেষণ দিয়েছেন। তাদের বিশ্লেষণ হচ্ছে, যদি খুব খারাপ পরিস্থিতি হয়, তাহলে একদিনে সর্বোচ্চ ৬৫ হাজারের মতো মানুষ সংক্রমিত হতে পারে। যদি আমরা সেটাও মাথায় রাখি, তাহলে কিন্তু তার পাঁচ ভাগের এক ভাগকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে। এটা যদি হয়, তাহলে আমাদের ১২ থেকে ১৩ হাজারের মতো মানুষকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে।’

পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এই মুহূর্তে অনেকগুলো হাসপাতালে পর্যাপ্ত শয্যা আছে। সম্প্রতি চিকিৎসা প্রটোকলটাও একটু পরিবর্তন হয়েছে। যেমন অনেক রোগীর ক্ষেত্রে কোনো উপসর্গ না থাকলেও এবং ওষুধের প্রয়োজন না হলেও আমরা নেগেটিভ না হওয়া পর্যন্ত তাদের হাসপাতালে রাখতাম। সেখানে এখন প্রটোকলে পরিবর্তন এনে বলা হয়েছে যে, যদি পর পর তিন দিন কোনো ওষুধ প্রয়োজন না হয় এবং রোগী ভালো থাকে তাহলে তাকে ছুটি দেওয়া যেতে পারে।’

তিনি আরও বলেন, 'আমরা বসুন্ধরা কনভেশন সেন্টারে দুই হাজার শয্যার আইসোলেশন হাসপাতাল করছি। এভাবে আমরা চিকিৎসা ব্যবস্থা সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো বলে বিশ্বাস করি।’

 

এএফ-০৯