সিলেট মিরর ডেস্ক
মে ১০, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে সৃষ্ট সঙ্কটের এই সময়ে এ পর্যন্ত প্রায় সোয়া ৪ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
বৈশ্বিক মহামারী রূপ নেওয়া নতুন করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সব কিছুই বন্ধ করে দেওয়া হয়। এতে জীবিকার সঙ্কটে পড়া নিম্ন আয়ের এবং ছিন্নমূল মানুষদের ত্রাণ সহায়তা দিচ্ছে সরকার।
এক তথ্য বিবরণীতে বলা হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৭ মে পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৩৩ হাজার ৪৩৫ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে প্রায় এক লাখ আট হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার ৯৪ লাখ ১ হাজার ৭৫৪ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৪ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৪২৮ জন।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, ত্রাণ হিসেবে নগদ বরাদ্দকৃত ৫৯ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকা থেকে বিতরণ করা হয়েছে ৫৫ কোটি ৪ লাখ ৪৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার ৫৬ লাখ ১২ হাজার ৩২৮ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ২ কোটি ৫২ লাখ ২৩ হাজার ৯০ জন।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দকৃত ১৪ কোটি ৩৪ লাখ টাকার মধ্যে প্রায় ১১ কোটি টাকা বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে উপকারভোগী পরিবার ৩ লাখ ৬০ হাজার ৬১২টি এবং লোকসংখ্যা ৭ লাখ ৪১ হাজার ৩৬৭ জন।
বিএ-০৫