জৈন্তাপুর প্রতিনিধি
মে ১০, ২০২০
০১:৪৩ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
০১:৪৩ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কার্টন নাসির বিড়িসহ একজনকে আটক করেছে। আজ শনিবার (৯ মে) ভোর ৪টায় অভিযান পরিচালনা করেউপজেলার জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্গত বিড়াখাই গ্রামের জনৈক ফারুক মিয়ার বাড়ির পাশের নদী থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁও উত্তরের আব্দুল আজিজের ছেলে আব্দুস সালাম (৩৮) পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয় তবে তার সঙ্গীরা পালিয়ে যায়। আটক আব্দুস সালামের নৌকা তল্লাশি করে নৌকার মধ্যে রক্ষিত ১০ কার্টন খোলা অবস্থায় ৯টি বড় প্যাকেটে ভারতীয় ১৪ নম্বর শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৩ হাজার টাকা।
ভারতীয় নাছির বিড়ি আটকের ঘটনায় আব্দুস সালামকে আটক দেখিয়ে জৈন্তাপুর মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৫, তারিখ ৯-০৫-২০২০)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পুলিশ যখন দিন-রাত কাজ করছে, তখন এই চক্রটি সুযোগ বুঝে ভারতীয় চোরাকারবার চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় বিড়িসহ একজনকে অটক করেছি। তাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরকে/আরআর