নিজস্ব প্রতিবেদক
মে ১০, ২০২০
১২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
১২:৪৩ পূর্বাহ্ন
ফাইল ছবি
করোনা আক্রান্ত আরও চারজন সুস্থ হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। আজ শনিবার (৯ মে) বেলা ১টায় সুস্থতার ছাড়পত্র নিয়ে তারা বাড়ি ফিরেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া চারজনকে আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের দুজনের বাড়ি সুনামগঞ্জ সদর ও ছাতক উপজেলায়। একজনের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জে এবং অন্যজন মৌলভীবাজারের।
এর আগে গত ৬ মে শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন পাঁচজন।
এনসি-০৪/এনপি-১৫