সুনামগঞ্জে ১৫ মে পর্যন্ত দোকানপাট বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি


মে ১০, ২০২০
১২:২৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন



সুনামগঞ্জে ১৫ মে পর্যন্ত দোকানপাট বন্ধ

সুনামগঞ্জে আগামী ১৫ মে পর্যন্ত দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। সরেজমিন বাজার পরিদর্শন করে আজ শনিবার এ ঘোষণা দিয়েছেন তারা। এর আগে গত ৬ মে বৈঠক করে স্বাস্থ্যবিধি মেনে ১০ এপ্রিল দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছিল সুনামগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলো। 

ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করতে আজ দুপুর থেকেই শহরে এ বিষয়ে মাইকিং করে প্রচারণা চালাচ্ছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তারা ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত মানার আহ্বান জানাচ্ছেন। তাছাড়া জনগণকেও করোনা সচেতনতায় ভিড় এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল বলেন, ‘গত ৬ মে আমরা সুনামগঞ্জের সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে চেম্বার কার্যালয়ে জরুরি সভা করেছিলাম। ওই সভায় সরকারি নির্দেশনার আলোকে আগামী ১০ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান পাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ বাজার পরিদর্শন করে দেখলাম খোলার আগেই বাজারে ভিড় সৃষ্টি হয়েছে। যা করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি করেছে। এ কারণে আমরা আবারও বৈঠক করে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে আগামী ১৫ তারিখ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের কথা ক্রেতা ও বিক্রেতাদের মাইকিং করে অবগত করছি।’ তিনি বলেন, ‘পরিস্থিতির উন্নতি হলে আগামী ১৫ এপ্রিল নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হবে।’

 

এসএস-০১/এনপি-১৪