সিলেট মিরর ডেস্ক
মে ০৯, ২০২০
১০:৩৪ অপরাহ্ন
আপডেট : মে ০৯, ২০২০
১০:৩৪ অপরাহ্ন
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৪৫ জন। আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট এক হাজার ৭৭১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৪৬ জন, সুনামগঞ্জে ৮৪৪ জন, হবিগঞ্জে ৩০৬ ও মৌলভীবাজারে ৩৭৫ জন।
বর্তমানে নতুন করে শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এনসি-০১/এনপি-০৭