বিশ্বনাথ প্রতিনিধি
মে ০৯, ২০২০
০৯:৩৫ অপরাহ্ন
আপডেট : মে ০৯, ২০২০
০৯:৩৫ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে ১০ বছর বয়সী এক শিশুকন্যার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সে উপজেলায় দ্বিতীয় করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই শিশুর বাবা কিছুদিন আগে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বাড়ি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। তিনি জানান, সম্প্রতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ওই শিশুর বাবা। তিনি সিলেট নগরের একটি এলাকার ফার্মেসি ব্যবসায়ী ছিলেন। মৃত্যুর পর বিশ্বনাথের রামপাশার বৈরাগীবাজারস্থ তার বাসাটি লকডাউন করে প্রশাসন এবং পরিবারের ৯ সদস্যসহ ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১০ বছর বয়সী মেয়ের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে গতকাল শুক্রবার (৮ মে)। অন্য ১০ জনের রিপোর্ট এখনও আসেনি।
করোনা পরিস্থিতিতে আজ শনিবার (৯ মে) বিকেলে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে উপজেলা প্রশাসনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানিয়ে চেয়ারম্যান আলমগীর বলেন, ‘বৈঠকে করোনা পরিস্থিতিতে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এমএএস-০১/এনপি-০৩