জকিগঞ্জে উপসর্গসহ করোনা আক্রান্ত নারী

জকিগঞ্জ প্রতিনিধি


মে ০৯, ২০২০
০৮:৪০ অপরাহ্ন


আপডেট : মে ০৯, ২০২০
০৮:৪০ অপরাহ্ন



জকিগঞ্জে উপসর্গসহ করোনা আক্রান্ত নারী

জকিগঞ্জে এবার এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই নারীর (৪০) বাড়ি মানিকপুর ইউনিয়নের সুনান্দরারচক গ্রামে। আক্রান্ত নারীর শরীরে কোভিড-১৯ এর উপসর্গ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে জানান, নমুনা পরীক্ষায় ওই নারীর শরীরে করোনা পজিটিভি এসেছে বলে গতকাল শুক্রবার (৮ মে) রাতে খবর পাওয়া গেছে। বাড়িটি লকডাউন করা হচ্ছে বলেও তিনি জানান। 

এ নিয়ে জকিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

ওএফ-০১/এনপি-০১