ঈদের আগে খুলছে না সিলেটের মার্কেট-শপিং মল

নিজস্ব প্রতিবেদক


মে ০৯, ২০২০
০৫:১৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৯, ২০২০
০৭:৪৪ পূর্বাহ্ন



ঈদের আগে খুলছে না সিলেটের মার্কেট-শপিং মল

আজ শুক্রবার নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আগামী ১০ মে থেকে মার্কেট-শপিং মল খোলায় কোনো বাধা না থাকলেও ঈদ পর্যন্ত বন্ধই থাকছে সিলেট নগরের বিভিন্ন মার্কেট ও শপিং মল। আজ শুক্রবার (৮ মে) নগর ভবনে এক বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে এমনটাই জানিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। 

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দুপুরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে নগর ভবনে বৈঠকে বসেন মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠকে জনস্বাস্থ্য বিবেচনায় ঈদের আগে মার্কেট-শপিং মল ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে একমত পোষণ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেছেন, সিলেটের মানুষের নিরাপত্তা সবার আগে। এরপর ব্যবসা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

বৈঠকে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেলসহ প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব জানান, নিত্যপণ্য ছাড়া সব ধরনের দোকানপাট ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ে ফুটপাতেও কেউ ব্যবসা করতে পারবেন না। 

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধরী বলেন, ‘ঈদের আগে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি প্রফিট হয়। তাই মানুষের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এই সময়ে দোকানপাট বন্ধ রাখার স্বপ্রণোদিত ঘোষণা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের ব্যবসায়ীরা।’ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তারা কর্মচারীদের বেতন দেবেন বলেও জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। 

মেয়র বলেন, ‘ফুটপাতে হকার বসতে পারবে না। অন্য কোনো এলাকা থেকে কেউ এসে হোটেলে উঠতে পারবে না। এ ব্যাপারে আমি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিলেটের রাজনীতিবিদদের সহযোগিতা চাইছি।’

প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ১০ মে থেকে দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শপিং মল খোলা রাখা যাবে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার নগরের নয়াসড়ক ব্যবসায়ী সমিতি নয়সাড়ক এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

 

এনপি-১০