সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব প্রতিবেদক


মে ০৯, ২০২০
০৪:১২ পূর্বাহ্ন


আপডেট : মে ০৯, ২০২০
০৪:১২ পূর্বাহ্ন



সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন চাচা আব্দুল জব্বার (৫৫)।  

আজ শুক্রবার (০৮ মে) দুপুর আড়াইটার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা ফাহিম আহমদকে (২১) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সিলেট মিররকে বলেন, ‘বাড়ির জায়গা নিয়ে ঝামেলার জের ধরে ফাহিম তার চাচাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করেন। নিহত আব্দুল জব্বার তার আপন চাচা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এনএইচ/বিএ-০৭