সিলেট মিরর ডেস্ক
মে ০৯, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০৯, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন
মারিয়া ফাউন্ডেশন ইউকে'র পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রুমেল আহমদ সুহেলের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) বেলা ২টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লামা হাজরাই ১ নম্বর মোল্লাগাঁও ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে তার পক্ষ থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দেশের এই কঠিন সময়েও দেশের বাইরে থেকে প্রবাসীরা দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে নিজেরা অনেক কষ্টে দিনযাপন করে দেশের মানুষের কথা ভেবে ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। রুমেল আহমদের এই ত্রাণসামগ্রী বিতরণ সময় উপযোগী উদ্যোগ। আসুন আমরা সবাই অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি।
তিনি বলেন, সরকার দেশের সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে একজন মানুষকেও অনাহারে থাকতে দেওয়া হবে না। তাই সরকারের পাশাপাশি বেসরকারি দাতা সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানাই।
খাদ্যসামগ্রী বিতরণকালে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল পিপিএম (বার), দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. সাইফুল আলম, সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট সৈয়দ শামীম আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদ আলী, ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক সদস্য আইয়ুব আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের স্বেচ্ছাসেবক রাবেল আহমদ, জুনেদ আহমদ, মঞ্জুর আহমদ, জাকারিয়া আহমদ, মান্না, ফরহাদ, সাকিব, মওদুদ, সাঈদ, আদনান, জাবের, মইনুল প্রমুখ।
আরআর