নিজস্ব প্রতিবেদক
মে ০৯, ২০২০
০২:৪১ পূর্বাহ্ন
আপডেট : মে ০৯, ২০২০
০৩:৫৩ পূর্বাহ্ন
সিলেটে ঈদের সময় কোনো শপিং মল বা বিপনী বিতান খোলা না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। আজ শুক্রবার (৮ মে) সিটি করপোরেশনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মো. শোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ মে থেকে সিলেটের কোনো শপিং মল, মার্কেট ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সবাই একমত হন। সিলেটের সকল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এই স্বিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১০ তারিখ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার নগরের নয়াসড়ক এলাকার ব্যবসায়ী সমিতি ঈদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, আগামী ১০ মে থেকে ঈদ উপলক্ষে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
আরসি-০১/বিএ-০৬