২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৪৪ পুলিশ

সিলেট মিরর ডেস্ক


মে ০৯, ২০২০
০২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মে ০৯, ২০২০
০২:৩৫ পূর্বাহ্ন



২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৪৪ পুলিশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৪ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যাযে কাজ করা পুলিশ সদস্যদের সংখ্যাই বেশি। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৪২৯ জন পুলিশ আক্রান্ত হলেন। 

পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, সারা দেশের বিভিন্ন ইউনিটের তথ্য অনুযায়ী এ পর্যন্ত পুলিশের মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪২৯ জন। আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্যই ৭০৮ জন।

 

পুলিশের তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮১৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত মোট ৯৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ছয় পুলিশ সদস্য।

 

এএফ-১০