সাংসদ হাফিজ মজুমদারের পক্ষ থেকে ত্রাণ প্রদান

সিলেট মিরর ডেস্ক


মে ০৯, ২০২০
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : মে ০৯, ২০২০
০২:২০ পূর্বাহ্ন



সাংসদ হাফিজ মজুমদারের পক্ষ থেকে ত্রাণ প্রদান

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের পাশাপাশি ত্রাণ সহায়তা দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।

সাংসদ হাফিজ আহমদ মজুমদারের ব্যক্তিগত উদ্যোগে প্রথম পর্যায়ে প্রায় ৩ হাজার মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী কানাইঘাট উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।

আজ শুক্রবার (৮ মে) দুপুরে সিলেটের স্কলার্স হোমের মেজরটিলা ক্যাম্পাসে ত্রাণসামগ্রী তুলে দেন কেন্দ্রীয় ও সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, কানাইঘাট উপজেলার চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান লোকমান আহমদ, জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য এডভোকেট মাহফুর রহমান, এমাদ উদ্দিন মানিক, মোস্তাক আহমদ পলাশ, ইসতিয়াক আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ইনাম উদ্দিন, সাজনা সুলতানা চৌধুরীসহ নেতৃবৃন্দ।

 

আরআর