সিলেট মিরর ডেস্ক
                        মে ০৯, ২০২০
                        
                        ১২:৫৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ০৯, ২০২০
                        
                        ০১:৪৮ পূর্বাহ্ন
                             	
                             - ফাইল ছবি
    মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের প্রাণ কেড়েছে। ফলে দেশে করোনায় মৃত্যু দুইশ ছাড়াল। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৭০৯ জন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৩৪ জন। আর মৃতের সংখ্যা ২০৬। এ ছাড়া সুস্থ হয়েছেন ১৯১ জন।
আজ শুক্রবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ১১ হাজার ৪৫৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৭ জন। এদের ৫ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৯০ বছরের বেশি, দু’জনের ৭১-৮০ বছরের মধ্যে, দু’জনের ৬১-৭০ বছরের মধ্যে এবং ৫১-৬০ বছরের মধ্যে আছেন দু’জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২০৬-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন।
নুমনা পরীক্ষার সংখ্যা বলার সময় তিনি জানান, ৩৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১টি। নতুন যোগ হওয়া ল্যাবের তালিকায় নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কথা উল্লেখ করেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ৭০৬ জন, মৃত্যু হয় ১৩ জনের। এ ছাড়া সুস্থ হয়েছে ১৩০ জন। এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৭৯০ জন, মৃত্যু হয় ৩ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৭৮৬ জন, মারা যায় ১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
এএফ-০৮