গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ০৯, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন
আপডেট : মে ০৯, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন
সিলেট জেলা পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ২টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা মাঠে এ খাদ্যসামগ্রী মানুষের হাতে তুলে দেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য ও বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোটারিয়ান সায়্যিদ আহমদ সুহেদ, পৌর আওয়ামী লীগ নেতা হাদিউজ্জামান মাসুম, নাদিম মাহমুদ শিপলু, ইফাত আহমদ পাখি, নজরুল ইসলাম, জামাল আহমদ, সালাউদ্দিন, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক জুয়েল মনসুর, আওয়ামী লীগ নেতা অরুন দে সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এফএম/আরআর