নিজস্ব প্রতিবেদক
মে ০৯, ২০২০
১২:০০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৯, ২০২০
১২:০০ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার হজরত শাহজালাল (র.) মসজিদে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: এইচএম শহিদুল ইসলাম।
মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজার রেখে সিলেটের মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। প্রায় একমাস পর আজ শুক্রবার (৮ মে) সাধারণ মুসল্লিরা মসজিদে জামাতে জুমার নামাজ আদায় করার সুযোগ পেলেন।
দীর্ঘদিন পর মসজিদে জামাতে নামাজ আদায়ের সুযোগ পেয়ে সিলেটের প্রতিটি মসজিদে ভিড় করেন মুসল্লিরা। হজরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন হাজারো মানুষ।
নগরের প্রতিটি মসজিদে মুসল্লিদের প্রবেশ ও অজু করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সংক্রমণ প্রতিরোধে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেছে। সকালে জীবাণুনাশক দিয়ে নগরের মসজিদগুলো ধোয়ামোছা করা হয়।
হজরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে নামাজ পড়তে আসা তানভীর বলেন, ‘সরকারের নির্দেশনা মেনেই মসজিদে নামাজ আদায় করা হয়েছে। করোনা নিয়ে ভয় থাকলেও মসজিদে নামাজ পড়তে এসেছি। কারণ মসজিদ আল্লাহর ঘর।’
এনসি-০৩/এনপি-০৮