নিজস্ব প্রতিবেদক
মে ০৮, ২০২০
১০:২৬ অপরাহ্ন
আপডেট : মে ০৮, ২০২০
১০:২৬ অপরাহ্ন
সিলেট বিভাগে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন মোট ২ হাজার ২৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান আজ শুক্রবার (৮ মে) এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৮৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১২ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজারে ১৮ জন।
সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬১ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ১৪৮ জন, মৌলভীবাজারে ২৬ জন ও সিলেট জেলায় ২৫ জন।
এনসি-০১/এনপি-০৫