গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ০৮, ২০২০
১১:২৪ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২০
০৯:৫৫ অপরাহ্ন



গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস (কোভিড ১৯)-এর প্রার্দুভাবের ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে ক্ষতিগ্রস্ত সিলেট নগরের কর্মহীন ও দুস্থ ৫০টি পরিবারের মধ্যে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রাক্তন সভাপতি আব্দুল বাতিন ফয়সল। 

বুধবার (৬ মে) নগরের বিভিন্ন শপিংমলের প্রহরীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরনের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ ও আলু।

কর্মসূচি উদ্বোধনকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদ্য প্রাক্তন সভাপতি আব্দুল বাতিন ফয়সল বলেন, গ্লেবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে প্রতি বছর রমজানের শুরুতে দুস্থ অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

প্রতি বছরের মতো এবছরও গ্লোবাল এইডের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে তাদেরকে মানুষের সহায়তায় আরো বড় পরিসরে এগিয়ে আসার আহবান জানান।

বিএ-০৪