হাদিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ১৮নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ০৮, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২০
০৬:৩২ পূর্বাহ্ন



হাদিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ১৮নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ

হাদিয়া ফাউন্ডেশন ইউএসএ এর সহযোগিতায় নগরের ১৮নং ওয়ার্ডের প্রায় সাড়ে ৮০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এর ব্যবস্থাপনা এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (৭ মে) সিলেট নগরের ১৮নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল। 

খাদ্যসামগ্রী বিতরণকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই দুর্যোগের সময় হাদিয়া ফাউন্ডেশন যে ভূমিকা রেখেছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসায় নগরবাসীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞ যে তারা এ দুঃসময়ে সিলেটের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি আশা করব আগামীতেও তারা মানুষের পাশে দাঁড়াবেন। 

শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাবে মানুষের চাকুরি নেই, ব্যবসা বাণিজ্য বন্ধ, তারপরও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দেশের জন্য ও সিলেটের মানুষের  জন্য এগিয়ে আসছেন। সরকার ত্রাণ ত্যৎপরতা চালিয়েছে, বাংলাদেশ আওয়ামীলীগও মানুষের পাশে দাড়িয়েছে।  জনপ্রতিনিধিরা এগিয়ে আসছেন, সামাজিক সংগঠন এগিয়ে এসেছে। তেমনি বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ এই দুর্যোগের সময় সবাই এগিয়ে আসা উচিত। 

এসময়উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আবু জাহেদ রাহী, মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি আলী মো. মিজানুর রহমান, এমএকিউ ফেরদৌস, ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওয়াবেদ বিন সুমন, ওয়াহিদুল হক চৌধুরী মারুফ, সৈয়দ ছালিম আহমদ, হেলেন বেগম, রাশেদ আহমদ রাশু প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে কাউন্সিলর উজ্জ্বল বলেন, হাদিয়া ফাউন্ডেশনের ব্যক্তিরা তাদের নাম গোপন রাখার শর্তে আমার কাছে মানুষকে সহযোগিতার জন্য বরাদ্দ দিয়েছেন। সেই লক্ষে আমি হাদিয়া ফাউন্ডেশন ইউএসএ এর সহযোগিতায় ও ১৮নং ওয়ার্ডের বিভিন্ন  শ্রেণী পেশা ও কর্মহীন মানুষের মাঝে প্রর্যায়ক্রমে সাড়ে ৮শত পরিবারকে এ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। আমি সিটি কর্পোরেশনের মাধ্যমে ৩হাজার পরিবারকে ও আমার ব্যক্তিগত উদ্যোগে ‘মানুষ মানুষের জন্য’ তহবিল থেকে ওয়ার্ডের মধ্যবিত্ত ২২৫ পরিববার ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর তহবিল থেকে আমি ৩০ প্রতিবন্ধীকে খাদ্য সহযোগিতা করেছি। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।