সিলেট মিরর ডেস্ক
মে ০৮, ২০২০
০১:৩২ পূর্বাহ্ন
আপডেট : মে ০৮, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন
সরকার আগামী ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল সমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সিলেট নগরের নয়াসড়ক এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলছে না।
আজ বৃহস্পতিবার (৭ মে) নয়াসড়কের ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলা হয়, ‘দেশ ও জনগণের স্বার্থে তথা মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের পরিসংখ্যান বিবেচনায় এনে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের অন্তর্ভূক্ত সকল দোকানসমূহ বন্ধ থাকবে।’
এএফ-০৬