সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২০
১১:৫০ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
১১:৫০ অপরাহ্ন
করোনাভাইরাস মহামারীর মধ্যে চলতি বছর ১৮টি উপজেলায় অ্যাপের মাধ্যমে কৃষকদের কাছ থেকে বোরো চাল সংগ্রহের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
তার বদলে আগামী মওসুমে অ্যাপের মাধ্যমে চাল সংগ্রহের নির্দেশনা দিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে সম্প্রতি চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে ইরি/বোরো সংগ্রহ মওসুমে ১৮ উপজেলায় ‘চাল সংগ্রহ ব্যবস্থাপনার সার্ভিস’ নামে ডিজিটাল অ্যাপের মাধ্যমে চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার বিষয়টি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে।
করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে এ পরীক্ষামূলক কার্যক্রমটি বর্তমান মৌসুমের পরিবর্তে আগামী মৌসুমে বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে খাদ্য অধিদপ্তেরের মহাপরিচালককে চিঠিতে অনুরোধ করা হয়েছে।
সরকারিভাবে মজুদ করতে সাধারণত মিল মালিকদের কাছ থেকে চাল কেনে সরকার। এর অংশ হিসেবে চলতি বোরো মৌসুমে সরকার ১৮টি উপজেলায় অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে এলেও অ্যাপের মাধ্যমে ধান কেনা অব্যাহত রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এবার ৬৪ জেলার সদর উপজেলায় বোরো মৌসুমে অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। তবে কোভিড-১৯ মহামারীর কারণে সেই অবস্থান থেকে সরে ২২টি উপজেলা থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হচ্ছে।
চলতি বোরো মৌসুমে সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল এবং ৬ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩৬ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজিতে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজিতে ছয় লাখ মেট্রিক টন বোরো ধান কেনা হবে।
এনপি-১১