নিজস্ব প্রতিবেদক
মে ০৭, ২০২০
০৩:৫৩ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
০৯:২৩ অপরাহ্ন
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক ও তাঁর স্ত্রীকে ঢাকায় নেওয়া হয়েছে। আক্রান্ত চিকিৎসক একজন জ্যেষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ বলে জানা গেছে। গতকাল বুধবার (৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। এরপর রাতেই তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ওসমানী মেডিকেল কলেজের একটি সূত্র জানায়, আক্রান্ত দম্পতি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। গত মঙ্গলবার (৫ মে) এ চিকিৎসকের পরিবারের ৬ সদস্যের নমুনা নেওয়া হয়। এর মধ্যে চিকিৎসক ও তাঁর স্ত্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে বুধবার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৬০ জন।
বিএ-০৯