বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নিহত ১

বিয়ানীবাজার প্রতিনিধি


মে ০৭, ২০২০
০১:৫৫ অপরাহ্ন


আপডেট : মে ০৭, ২০২০
০২:১৬ অপরাহ্ন



বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নিহত ১

সিলেটের বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের নালবহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৫টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত আব্দুর রুফকে (৬৫) গুরুতর আহত অবস্থায় সিলেট নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এবং মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দীন।

জানা যায়, নিহত আব্দুর রুফ এর ঘরের ভেড়ায় প্রতিবেশী পরিবার কয়েছ আহমদের চাল থেকে বৃষ্টির পানি পড়তো। এ নিয়ে দীর্ঘদিন থেকে রুফ আপত্তি দিলেও কয়েছ আহমদরা আমলে নেননি। বিষয়টি প্রতিবেশীদের অবহিত করার পরও কোন প্রতিকার পাননি নিহত রুফ। বুধবার বিকেলে পুনরায় আপত্তি দিলে কয়েছদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত আব্দুর রুফকে অচেতন অবস্থায় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে তিনি মারা যান। স্বজনরা তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আব্দুল হামিদ (৬০), গোলাম কিবরিয়া শাওন (৩০), নাজিম উদ্দিন (৪৫) কয়েস আহমদ (৪০) আলীনুর (২২) ও রেদওয়ান আহমদসহ (১৩) উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটে চিকিৎসাধীন বলে জানা গেছে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানি হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এসএ/বিএ-০৮