সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২০
০৮:৩৮ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
০৮:৩৮ পূর্বাহ্ন
মহামারি করোনাভাইরাসে দেশে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ জন গণমাধ্যমকর্মী। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ জন। মারা গেছেন ২ জন।
আজ বুধবার (৬ মে) গণমাধ্যমকর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়ে নিয়মিত আপডেট দেওয়া ফেসবুক পেজ 'আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার' এ তথ্য দিয়েছে।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ বুধবার (৬ মে) ভোরে মারা গেছেন জাতীয় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহমুদুল হাকিম অপু। এর আগে গত মারা যান একই পত্রিকার প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন।
'আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার' এর তথ্যানুযায়ী, সারাদেশে মোট ৬৩ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ জন। তারা হচ্ছেন, ইন্ডিপেন্ডেন্ট টিভি'র এক ক্যামেরাপার্সন, যমুনা টিভি'র এক রিপোর্টার ও নরসিংদী প্রতিনিধি, দীপ্ত টিভি'র এক সংবাদকর্মী, এটিএন নিউজ-এর এক রিপোর্টার, একাত্তর টিভি'র গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবর-এর এক রিপোর্টার, দৈনিক সংগ্রামের এক সংবাদকর্মী, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকা'র সম্পাদক, দৈনিক প্রথম আলো'র বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন ও দৈনিক আলোকিত বাংলাদেশ-এর কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন গণমাধ্যমকর্মীদের মধ্যে রয়েছেন, আমাদের নতুন সময়-এর এক সংবাদকর্মী, মাছরাঙা টিভি'র সাধারণ সেকশন এক কর্মকর্তা, রেডিও টুডে'র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, দীপ্ত টিভি'র ৫ সংবাদকর্মী, চ্যানেল আই'য়ের অনুষ্ঠান বিভাগের একজন, পূর্বপশ্চিম ডটকম-এর জামালপুর প্রতিনিধি, দৈনিক আজকালের খবর-এর বামনা (বরগুনা) প্রতিনিধি, নিউজ পোর্টাল বি-বার্তা'র এক সংবাদকর্মী, দৈনিক ইনিকলাব-এর এক সংবাদকর্মী, দৈনিক জনতা'র এক সংবাদকর্মী, দৈনিক কালেরকণ্ঠ-এর একজন ফটোগ্রাফার, এনটিভি'র ১৫ সংবাদকর্মী (দু'জন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয় ক্যামেরাম্যান, দু'জন নিউজ প্রেজেন্টার, একজন মেকাপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও ৩ জন), দৈনিক আমার বার্তা'র সম্পাদক, আরটিভি'র তিনজন সংবাদকর্মী, বাংলাভিশন-এর একজন রিপোর্টার, এসএ টিভি'র গাজীপুর প্রতিনিধি। এছাড়াও চিকিৎসাধীন রয়েছেন, দৈনিক সময়ের আলো'র তিনজন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের তিন কর্মী, যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজ-এর একজন সাব-এডিটর, দৈনিক প্রতিদিনের সংবাদ-এর একজন রিপোর্টার, নতুন সময় টিভি'র (আইপিটিভি) একজন নিউজ প্রেজেন্টার, দৈনিক দেশ রূপান্তর-এর ফিচার বিভাগের একজন সংবাদকর্মী, রেডিও আমার-এর সংবাদকর্মী, দৈনিক ইত্তেফাক-এর একজন সংবাদকর্মী, দেশ টিভি'র একজন নিউজ প্রেজেন্টার ও বিটিভি'র একজন কর্মকর্তা।
এদিকে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে করোনা জীবাণুমুক্তকরণ চেম্বার স্থাপন করা হয়েছে। ডিআরইউ'র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উন্নত প্রযুক্তির এই চেম্বার দিয়ে প্রবেশ করলে পোশাক ও শরীর জীবাণুমুক্ত হবে। এর ফলে বাহ্যিকভাবে করোনা সংক্রমণের ঝুঁকি থাকবে না।
এ চেম্বারের উদ্বোধন করে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেন, 'সাংবাদিকদের কারও মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। তারা ব্যবস্থা নিয়েছে। সাংবাদিকদের জন্য আরও কিছু ভালো উদ্যেগ নেওয়া হচ্ছে। শিগগিরিই জানাতে পারবেন।'
এএফ-০৭