সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২০
০৭:৪৫ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
০৭:৪৫ পূর্বাহ্ন
করোনাভাইরাস মহামারির মধ্যে আবারও স্কুল-কলেজে ছুটি বেড়েছে। এ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত নির্ধারণ করে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ বুধবার (৬ মে) এ আদেশ জারি করা হয়।
করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
অবশ্য সরকার থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে।
পূর্বঘোষিত শিক্ষাপঞ্জিতে রমজান, ঈদসহ বিভিন্ন উপলক্ষে মাধ্যমিক স্কুলের ছুটি ৩০ মে পর্যন্ত নির্ধারণ করা আছে। আর এসব উপলক্ষের পাশাপাশি গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জিতে কলেজে ছুটি আছে আগামী ১৮ জুন পর্যন্ত।
এখন দুই ধরনের প্রতিষ্ঠানের ছুটি ৩০ মে পর্যন্ত করা হলো।
বিএ-১৫