গোলাপগঞ্জে করোনা আক্রান্তের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ০৭, ২০২০
০৬:৪৫ পূর্বাহ্ন


আপডেট : মে ০৭, ২০২০
০৬:৪৫ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে করোনা আক্রান্তের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৬ মে) উপজেলা প্রশাসন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়।

জানা যায়, প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেটে রয়েছে পরিবারের জন্য ৭ দিনের খাদ্য সহায়তা। এতে আছে, চাল ১০ কেজি, সয়াবিন তেল ২ লিটার, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি চিনি, পেঁয়াজ ৪ কেজি ও সাবান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘বর্তমান সময়ে ওই পরিবারকে অবহেলা নয়, সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে থাকতে হবে।’ তিনি সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘স্বাস্থ্য সচেতনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ সামাজিক দূরত্ব মেনে চলতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। 

 

এফএমএ-০২/এনপি-২১