বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি বাতিলসহ তিনদফা দাবি

সিলেট মিরর ডেস্ক


মে ০৭, ২০২০
০৬:০৩ পূর্বাহ্ন


আপডেট : মে ০৭, ২০২০
০৬:০৩ পূর্বাহ্ন



বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি বাতিলসহ তিনদফা দাবি

করোনাকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি ও বেতন নেওয়া বন্ধ, অনলাইন ক্লাস ও পরীক্ষা বন্ধ এবং শিক্ষক-কর্মচরীদের বেতন ভাতা নিশ্চিত করার দাবিতে অনলাইনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটি।

আজ বুধবার (৬ মে) প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটি সিলেটের সংগঠক নিশাত কর সানী, বিপ্লব দেব, জমাদার শাকের বুশরা সুহেলি, শাওন দাস, সায়েদুল হক রোমোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। 

এসময় তারা উল্লেখ বলেন, ‘করোনা মহামারীর কারণে উদ্ভুত পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে ইউজিসির  কর্তৃক অনলাইনে ক্লাস, পরীক্ষা ও অনলাইনে  ও অনুমতি দেওয়া খুবই বেদনাদায়ক, অকার্যকর ও শিক্ষার্থীদের জন্য বিব্রতকর সিদ্ধান্ত। বর্তমানে অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের উপার্জন থমকে আছে। প্রবাসীদের কোনো আয় নেই, ব্যাবসায়ী আর বেসরকারি চাকরিজীবীদের অবস্থাও করুন। ক্ষুদ্র ব্যাবসায়ীদের অনেকেই মূলধন নিয়ে সঙ্কটে।  এ অবস্থায় নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তরা অনেকেই যেখানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে শঙ্কায় রয়েছেন সেখানে সন্তানের  মোটা অংকের সেমিস্টার ফি ও বেতন দেওয়া অসম্ভব। এছাড়া অনেক শিক্ষার্থী টিউশনি করে, পার্টটাইম চাকরি করে, কিংবা ক্ষুদ্র ব্যবসার আয় দিয়ে থেকে থাকা খাওয়া ও টিউশন ফির খরচ চালায়। তারা বর্তমানে সম্পূর্ণ বেকার এবং বাসা ভাড়া ও খাওয়ার খরচ চালানোই তাদের মাথায় বিরাট বোঝা। এমন পরিস্থিতিতে তাদের পক্ষে টিউশন ফি পরিশোধ করা একদমই অসম্ভব। আবার দুর্বল নেটওয়ার্ক, বেশিরভাগ শিক্ষার্থী গ্রামে অবস্থান করায় এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদির অভাবে অনলাইন ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়া তাদের পক্ষে অসম্ভব। আবার সেমিস্টার ফি বন্ধের অজুহাতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করা হচ্ছে। যা কোনোভাবেই যৌক্তিক নয়।’ তারা অবিলম্বে এসব দাবি মেনে নিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

এনপি-১৯