গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ০৭, ২০২০
০৫:১২ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
০৫:১২ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ উপজেলায় করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় আছেন ২২জন। এ উপজেলায় এখন পর্যন্ত ৯৮ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। যার মধ্যে ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ৭৬ জনের নেগেটিভ এসেছে। বাকিরা রিপোর্টের অপেক্ষায় আছেন। হোম কোয়ারেন্টিনে আছেন ৪ জন। আজ বুধবার (৬ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মনিস্বর চৌধুরী বলেন, ‘করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ রাতদিন পরিশ্রম করে যাচ্ছে।’ সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘স্বাস্থ্য সচেতনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু পরপর সাবান দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলা খুব কঠিন নয়। সচেতনভাবে এই সামান্য কাজটুকু করতে পারলেই আমরা বড় ক্ষতি থেকে রক্ষা পাব।’ অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।
এফএমএ-০১/এনপি-১৮