করোনা উপসর্গ নিয়ে সময়ের আলোর আরেক সাংবাদিকের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


মে ০৭, ২০২০
০৪:২৭ পূর্বাহ্ন


আপডেট : মে ০৭, ২০২০
০৪:২৮ পূর্বাহ্ন



করোনা উপসর্গ নিয়ে সময়ের আলোর আরেক সাংবাদিকের মৃত্যু

মহামারি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাতীয় দৈনিক সময়ের আলো’র আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপু মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি... রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি পত্রিকার শিফট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

আজ বুধবার (৬ মে) ভোরে বনশ্রীর ভাড়া বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

মাহমুদুল হাকিম অপুর পারিবার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে জ্বর ও কাঁশির উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। দুই-তিনদিন আগে তার অবস্থার উন্নতি ঘটে। আজ বুধবার ভোরে সাহরির জন্য ডাকতে গিয়ে তাকে মৃত অবস্থায় পান তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায়ই ছিলেন। আজ ভোর রাতে তার স্ত্রী সাহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দেখতে পান, তার স্বামী বেঁচে নেই।’

এর আগে, গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

হাবিবুর রহমান বলেন, ‘আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর অন্ততপক্ষে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এ ছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন।’

 

এএফ-০৫