আনসর ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ০৭, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন


আপডেট : মে ০৭, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন



আনসর ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবজনিত কারণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার রফিকুল ইসলাম এর নির্দেশনায় দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার(৫ মে) সকাল ১০ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে সিলেটের জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন ৩০০ দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

খাদ্য সামাগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ,  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

জানা যায়, বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতে সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পূর্বে তালিকাভ‚ক্ত ভিডিপি সদস্যদের সুশৃংখলভাবে খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়।

বর্তমান লকডাউন পরিস্থিতে নিম্ন আয়েরর শ্রমজীবী মানুষ হঠাৎ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য এবং প্রয়োজনীয় অর্থের অভাবে দিশেহারা হয়ে পড়ে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা সদস্য সদস্যাগণের বহু সংখ্যক নিম্ন আয়ের কৃষক বা শ্রমজীবী। সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন পরিস্থিতিতে খাদ্য ও অর্থাভাবে কষ্টে দিন যাপনকারী ১ লক্ষ ৫০ হাজার ভিডিপি পরিবারকে খাদ্য সহায়তা দানের উদ্যোগ নেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। সে পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগের প্রতি উপজেলা থেকে ৩০০জন ভিডিপি পরিবারের তালিকা করা হয় এবং সে মোতাবেক সিলেট বিভাগের চারটি জেলায় ১২০০০ ভিডিপি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এ বিভাগে দুঃস্থ ভিডিপি পরিবারদের মধ্যে সুশৃংখল ভাবে খাদ্য সহায়তার প্রদান কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার, মো. রফিকুল ইসলাম। 

এর আগে সোমবার (৪ মে) সিলেটের পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এবং উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে সদর উপজেলার করোনা সংকটের কারণে অভাবগ্রস্থ হয়ে পড়া ৩০০টি দুঃস্থ ভিডিপি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে ত্রাণ বিতরণ কার্যক্রমের শুরু হয়। পর্যায়ক্রমে এ জেলার ১৩টি উপজেলার ৩৯০০ ভিডিপি পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হবে। সদর উপজেলার এ কার্যক্রমে আনসার ও ভিডিপি সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ তদারকি করেন এবং সহকারী জেলা কমান্ডান্ট প্রদীপ চন্দ্র দত্ত, সার্কেল অ্যাডজুটান্ট এ.এস.এম এনামুল এবং সদর উপজেলার ইউএভিডিও স্বরূপ বিশ্বাস এ কার্যক্রমে সহযোগিতা করেন। 

বিএ-০৫