নিজস্ব প্রতিবেদক
মে ০৭, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
০৩:০৩ পূর্বাহ্ন
জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। মঙ্গলবার (৫মে) এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
খাদ্যসামগ্রী বিতরণকালে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ‘ মহামারী করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে সেটা মোকাবেলা করছেন, বিধায় আমরা অন্যান্যদেশের তুলনায় আমরা ভালো অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করে বলেছেন, যাতে কোন মানুষ না খেয়ে তাকে সেই দিকে লক্ষ্যে রাখতে হবে। তিনি বলেছেন যে আওয়ামীলীগ যেন মানুষের পাশে দাড়ায়। সেই লক্ষে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন পর্যায়ে আলাদাভাবে আওয়ামীলীগের নেতৃবৃন্দ সাধারণ মানুষের পাশে দাড়াচ্ছেন।’
এসময় তিনি আরও বলেন,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন আরো ৫০লক্ষ পরিবারকে খাদ্যসহযোগিতা করা হবে। আওয়ামীলীগের উদ্যোগে যে ত্রাণ কমিটি করা হয়েছে যাতে অসহায় কোন মানুষের নাম বাদ না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দলীয় দৃষ্টি কোন থেকে না দেখে যাদের খাদ্য প্রয়োজন তাদেরকে যেন দেওয়া হয়। কারো নাম বাদ পড়েলে যেন সেই নামটি অন্তর্ভক্ত করা হয়। কোন পরিবার যেন না খেয়ে তাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।’ জেলা আওয়ামীলীগে উদ্যোগে আমরা প্রতিটি উপজেলায় আমরা যাচ্ছি। দেশেটি আমাদের সবার, সবাই মিলে আমরা দেশকে সুন্দর ও এগিয়ে নিতে চাই।’
জৈন্তাপুর উপজলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আজমল আলী, এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন। এসময় উপ¯ি’ত ছিলেন জৈন্তা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এখলাছুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, সম্পাদক মন্ডলীর সদ্যস কামরুজ্জামান, হাসিনুল হক হুসনু, সিরাজুল ইসলাম, আব্দুল হক, জালাল উদ্দিন, আব্দুর রহমান, জাকারিয়া মাহমুদ, সদস্য হানিফ, সোহেল রানা, ইউনিয়ন সভাপতি আতাউর রহমান বাবলু, আনোয়ার আলী, সাধারণ সম্পাদক নুর উদ্দিন মড়া, আবুল কাশেম, শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, সদস্য সায়ফুল আলম বাবু, স্বেচছাসেবক লীগ সভাপতি ইমাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: শামসুজ্জামান, জৈন্তা উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, মনির আহমদ সৈয়কত, আবু কায়েছ লিমন, আখলাকুর রহমান জনি, আলমগীর হোসেন রায়হান, নবীন আহমদ, কামরান আহমদ, নোমান আহমদ, বাবলু আহমদ, পারভেজ আহমদ, জুয়েল আহমদ রানা, মনির আহমদ প্রমুখ।
এনএইচ/বিএ-০৩