সিলেট মিরর ডেস্ক
                        মে ০৭, ২০২০
                        
                        ১২:৫৪ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ০৭, ২০২০
                        
                        ০১:৩৮ পূর্বাহ্ন
                             	
                        
            
    চলতি বছরের মে মাস থেকেই করোনাভাইরাসের পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভির উৎপাদন শুরু করবে বাংলাদেশের অন্যতম বড় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো। কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা রয়টার্সকে জানিয়েছেন, তাদের রেমডেসিভির ইনজেকশন হিসেবে শিরায় প্রবেশ করানোর জন্য তৈরি হচ্ছে। একজন রোগীর জন্য ৫ থেকে ১১ বোতল পরিমাণ ওষুধ গ্রহণ করতে হতে পারে। প্রতি বোতল ওষুধের দাম হতে পারে ৫ থেকে ৬ হাজার টাকা।
তিনি বলেন, কেবল সমস্ত প্রক্রিয়া শেষে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারব, একজন রোগীকে ঠিক কী পরিমাণ ওষুধ দিতে হবে।
তিনি জানান, কেবলমাত্র বাংলাদেশে ব্যবহারের জন্য এই মাসেই ওষুধটির উৎপাদন শুরু হবে।
বিএ-০১