নিজস্ব প্রতিবেদক
মে ০৬, ২০২০
১১:৩০ অপরাহ্ন
আপডেট : মে ০৬, ২০২০
১১:৫৫ অপরাহ্ন
সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত ৫ ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। আজ বুধবার (৬ মে) বেলা ১টায় তারা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতদিন তারা এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, ‘এই পাঁচজনের পর পর দুবার করোনা পরীক্ষার পর ফলাফল নেগেটিভে এসেছে। অর্থাৎ এখন আর তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নেই। তারা সুস্থ হয়ে উঠেছেন। তাই তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।’
ছাড়পত্র দেওয়ার পর সুস্থ হওয়া ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল প্রমুখ।
এনসি-০২/এনপি-১০