নিজস্ব প্রতিবেদক
মে ০৬, ২০২০
১০:২৩ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২০
১১:০২ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলায় নতুন করে আক্রান্তদের সবাই স্বাস্থ্যকর্মী। আজ মঙ্গলবার (৫ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় জেলার ৮ জনের ফলাফল পজেটিভ আসে। তারা সবাই মৌলভীবাজার সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, আজ রাতে মৌলভীবাজারে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাই সদর হাসপাতালে কর্মরত। এদের মধ্যে ৩ জন চিকিৎসক এবং বাকিরা নার্স ও অন্যান্য কর্মচারী। তারা সবাই নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এনএইচ-০১/এএফ-০২