নিজস্ব প্রতিবেদক
মে ০৬, ২০২০
০৮:৪৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২০
০৮:৪৯ পূর্বাহ্ন
সিলেটে করোনা চিকিৎসায় নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৫ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই হাসপাতালের ৬ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
বিষয়টি নিশ্চিত করেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, ‘হাসপাতালের আরও ৫জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৫মে) তাদের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে তিনজন সেবিকা, একজন মেডিকেল টেকনোলজিস্ট ও একজন অফিস সহায়ক (এমএলএসএস) যিনি স্ট্রেচার বহনকারীর কাজে রয়েছেন। গত ২৫ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।’
এনএইচ-০২/এএফ-১০