দিরাই প্রতিনিধি
                        মে ০৬, ২০২০
                        
                        ০৬:২৯ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ০৬, ২০২০
                        
                        ০৬:৩১ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ স্বাস্থ্যকর্মীর করোনা সনাক্ত হওয়ায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির ইনডোর-আউটডোর চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতাল সংশ্লিষ্ট সকলকে হোম কোয়ারান্টাইনে নেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধেের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ।
তিনি বলেন, শুধুমাত্র জরুরী বিভাগে চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে, হাসপাতাল জীবাণুমুক্তকরণের পুর্ব পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক ও ২ জন নার্সের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে, হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং স্টাফ উনাদের সংস্পর্শে ছিলেন, তাই সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনামতে হাসপাতালের জরুরি বিভাগ ব্যতিত অন্যসব কার্যক্রম স্থগিত করা হয়েছে। হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও স্টাফদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তারা হোম কোয়ারেন্টাইনে আছেন।
এএইচ/বিএ-০৮