সিলেট মিরর ডেস্ক
                        মে ০৫, ২০২০
                        
                        ০৯:৪২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ০৫, ২০২০
                        
                        ০৯:৪২ পূর্বাহ্ন
                             	
                        
            
    দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। এই চিকিৎসকদের ১২ মে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার পিএসসি ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই আদেশ জারি করল। প্রজ্ঞাপনে বলা হয়, এই চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভ্যারিফিকেশন পরে হবে। চিকিৎসকদের পাশাপাশি ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এই নার্সদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে নার্স ও মিডওয়াইফারি অধিদপ্তর।
করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্প্রতি এসব চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হচ্ছে।
এনপি-২০