সিলেট মিরর ডেস্ক
মে ০৫, ২০২০
০৯:২০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
০৯:২০ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউম্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ সোমবার (৪ মে) রাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক (অতিরিক্ত) ডা. শাহ গোলাম নবী তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. তুহিন বলেন, ‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। তাকে মুগদা হাসপাতালে চিকিৎসার জন্য আনার কথা ছিল। কিন্তু সিএমএইচ হাসপাতালে সিট পাওয়ায় তাকে সেখানেই নেওয়া হয়েছে।’
এই চিকিৎসক আরও বলেন, ‘অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভালো আছেন। তিনি সিএমএইচে চিকিৎসাধীন।’
এএফ-১২