সিলেট মিরর ডেস্ক
                        মে ০৫, ২০২০
                        
                        ০৭:১৫ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ০৫, ২০২০
                        
                        ০৭:১৫ পূর্বাহ্ন
                             	
                        
            
    করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী শারমিন সুলতানা রীনা করোনা আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। গতকাল (রবিবার) রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
জানা যায়, সাংবাদিক খোকন মারা যাওয়ার পর গত ১ মে তার ও তার ছেলের শরীরে করোনা শনাক্ত হয়। এতদিন তারা বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গতকাল রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।তার ছেলে এখনও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন।
এনএইচ/বিএ-১৪