নিজস্ব প্রতিবেদক
মে ০৫, ২০২০
০৬:৫৭ পূর্বাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
০৭:০৪ পূর্বাহ্ন
করোনা সংকটের সময় সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (অটিস্টিক) পাশে দাঁড়িয়েছে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সোমবার (৪ মে) সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ৪৩টি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধীদের পরিবারের হাতে সমাজসেবা অধিদপ্তরের খাদ্যসামগ্রী সংগ্রহের রশিদ বিতরণ করা হয়।
রশিদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিসিকের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল।
সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের সদস্য সচিব ইসমাইল গনি হিমন জানান, এ রশিদ দিয়ে আগামি ০৬ মে সিলেট সমাজসেবা কার্যালয় থেকে তাদের জন্য সরকার থেকে বরাদ্ধকৃত খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন।
বিএ-১৩