জকিগঞ্জ প্রতিনিধি
মে ০৫, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের মোবাইল ব্যাংকিং ও স্টেশনারি দোকানে চুরি সংগঠিত হয়েছে।
গতকাল রবিবার (৩ মে) রাতে পৌরশহরের জননী এন্টারপ্রাইজ নামক ওই দোকানে এ চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন শ্রীকান্ত পাল।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, শ্রীকান্ত পালের মালিকানাধীন জননী এন্টারপ্রাইজ নামক দোকানঘরের চালের টিন খুলে ছাদ ভেঙে দোকানে ঢুকে নগদ ৪০ হাজার টাকা, ৪টি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চোরেরা।
খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
এদিকে জকিগঞ্জে কর্মরত সাংবাদিকরা এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে লুন্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ওএফ/আরআর