সিলেট মিরর ডেস্ক
                        মে ০৫, ২০২০
                        
                        ০২:৩৭ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ০৫, ২০২০
                        
                        ০২:৩৭ পূর্বাহ্ন
                             	
                        
            
    করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার রোজার ঈদের সময়ও বন্ধ থাকবে আন্তঃজেলা যাত্রী পরিবহন। সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়েছে, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।
সংক্রমণের হার বাড়তে থাকায় সরকার ইতোমধ্যে লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।
জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না বলেও সতর্ক করা হয়েছে আদেশে।
বিএ-০৪