বিশ্বনাথে সবজি পেলেন নিম্নআয়ের মানুষ

সিলেট মিরর ডেস্ক


মে ০৫, ২০২০
০২:১০ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
০২:১০ পূর্বাহ্ন



বিশ্বনাথে সবজি পেলেন নিম্নআয়ের মানুষ

করোনা সংকট মোকাবেলায় সিলেটের বিশ্বনাথ উপজেলার নিম্নআয়ের মানুষের মধ্যে পুষ্টিকর সবজি বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৪ মে) দুপুরে উপজেলা সদরে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’র তরুণরা নিজ উদ্যোগে এ সবজি বিতরণ করেন। 

এ সময় নিম্নআয়ের ২১০ জন মানুষের হাতে ফ্রি সবজি তুলে দেন তারা। 

বিশ্বনাথ ডেফোডিল অ্যাসিসোয়েশন’র সভাপতি এমদাদ হোসেন নাঈম ও সম্পাদক পাভেল আহমদের ব্যবস্থাপনায় বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, আওয়ামী লীগ নেতা লিলু মিয়া, সিরাজ মিয়া, আলতাব হোসেন, নতুনবাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, কোষাধ্যক্ষ নবীন সোহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ ডেফোডিল এসিসোয়েশন’র সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পি, তন্ময় দেবরায়, বর্তমান কমিটির সহ-সভাপতি সাহেদ আহমদ প্রিন্স, এসোসিয়েশন কর্মী বকুল আহমদ, ইলিয়াছ আলী, সাবেল আহমদ খান, বিজয় দেব, রাসেল মিয়া, সৌমিত্র ধর, শেখ রেদওয়ানুল ইসলাম হৃদয়, মিজানুর রশীদ, মশাহিদ আলী, বিদ্যুৎ দাস মিশু, আশরাফুল আলম নবেল প্রমুখ।

 

আরআর