সিলেট মিরর ডেস্ক
মে ০৫, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় এক স্বাস্থ্যকর্মীসহ আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যাদের মধ্যে এক পরিবারেরই ১০ জন রয়েছেন।
সোমবার এই ১১ জনের প্রতিবেদন পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলার নবনীগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান।
তিনি বলেন, 'ফলাফল পজেটিভ পাওয়াদের মধ্যে উপজেলার একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আর অন্য ১০ জন হলেন উপজেলার এক মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্য।
এ নিয়ে এ জেলায় মোট ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হল বলে তিনি জানান।
জেলার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, এখন পর্যন্ত এ জেলায় এক হাজার ৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ২৭৭ জনের পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। আক্রান্ত ৫৭ জনের মধ্যে দুইজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২৩ জন।
বিএ-০১