গোলাপগঞ্জে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ০৫, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক তরুণী (২০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের ওই তরুণী উপজেলায় করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী। 

আজ সোমবার (০৪ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত তরুণী কিছুদিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত রবিবার রাতে রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

খবর পাওয়ার পর তরুণীর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিস্বর চৌধুরীর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার বাড়িতে অবস্থান করছেন। বাড়িটি লকডাউন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এফএমএ-০১/এনপি-১৩