বিশ্বনাথ প্রতিনিধি
মে ০৪, ২০২০
১০:৩৫ অপরাহ্ন
আপডেট : মে ০৪, ২০২০
১১:০৪ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দেওকলস ইউপি বিএনপির সাবেক সভাপতি তাহিদ মিয়া মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুত্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী স্ত্রী তাহসিনা রুশদীর লুনা শোক জানিয়েছেন।
রবিবার রাতে এক শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি পরিবারের একজন নিবেদিত প্রাণ ছিলেন তাহিদ মিয়া। তার শূণ্যতা কখনও পূরণ হওয়ার নয়।
তিনি মরহুম তাহিদ মিয়া চেয়ারম্যানের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এএফ-০৩