সিলেটে আরও ২০৬ জন কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক


মে ০৪, ২০২০
১০:০৮ অপরাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
১১:৩২ অপরাহ্ন



সিলেটে আরও ২০৬ জন কোয়ারেন্টিনে

 

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২০৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ৩১ জন, সুনামগঞ্জে ১১৪ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ২১ জন। 

সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫২ জন। এর মধ্যে সুনামগঞ্জে ১১৮ জন, হবিগঞ্জে ৮১ জন, মৌলভীবাজারে ১৫ জন ও সিলেটে ২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট ২ হাজার ৬৫৯ জন কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া গতকাল রবিবার (৩ মে) সিলেটে আরও ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। 

 

এনসি-০১/এনপি-০৬