করোনা আক্রান্ত আরও এক চিকিৎসক আইসিইউতে

সিলেট মিরর ডেস্ক


মে ০৪, ২০২০
০৮:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
০৮:৩৮ পূর্বাহ্ন



করোনা আক্রান্ত আরও এক চিকিৎসক আইসিইউতে

করোনাভাইরাসে আক্রান্ত আরও এক চিকিৎসক বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। রবিবার (৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান।

শনিবার (২ মে) করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানান ডা. মো. আসাদুজ্জামান।

তিনি সারাবাংলাকে বলেন, উনার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। আজকে তার কোনো জ্বর আসেনি। অক্সিজেন স্যাচুরেশনও ভালো আছে এবং কোনো শ্বাসকষ্ট এই সময়ে নেই।

করোনা আক্রান্ত এই চিকিৎসক মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল নামে পরিচিত ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ছিলেন। সম্প্রতি জ্বর ও নানা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ হলে ২ মে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।

বিএ-১৭