সিলেট মিরর ডেস্ক
                        মে ০৪, ২০২০
                        
                        ০৭:১৪ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ০৪, ২০২০
                        
                        ০৭:৩১ পূর্বাহ্ন
                             	
                        
            
    দীর্ঘ ছুটিতে বাজেট প্রণয়ন ও পেশ পিছিয়ে যাওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও আসছে জুন মাসেই জাতীয় সংসদে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।
আজ রবিবার (৩ মে) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বাজেট পেশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শ্রেণি-পেশার মানুষের মতামতের মাধ্যমে সরকার বাজেটকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে। নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের আগে বিভিন্ন স্টেক হোল্ডাররা মতামত দিয়ে অংশ নিতে পারবেন।
অর্থ বিভাগের ওয়েবসাইটে (http://www.mof.gov.bd) গিয়ে জাতীয় বাজেট ২০২০-২১ প্রণয়নে মতামত/পরামর্শ (Opinion/Suggestion for Budget 2020-21 Preparation) এই অপশনে ক্লিক করেই যে কেউ তার মতামত দিতে পারবেন।
দেশ বা বিদেশ থেকেও ওয়েবসাইটের মাধ্যমে বাজেট প্রণয়নের ফরম পূরণ করে বাজেট প্রণয়ন সম্পর্কে মতামত ও সুপারিশ দেওয়া যাবে। সব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে।
উল্লেখ্য যে, অর্থ বিভাগের ওয়েবসাইটে (http://www.mof.gov.bd) এবারের বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিলও পাওয়া যাবে, যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়তে ও ডাউনলোড করতে পারবেন।
বিএ-১৫